খুঁজুন
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ, ১৪৩২

এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ
এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Oplus_131072

বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ, বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতাসহ বিভিন্ন দাবিতে ঢাকায় চলমান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটের ক্ষেতলালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় “বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষক, কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট” এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্ষেতলালের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষক, কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট ক্ষেতলাল উপজেলার সভাপতি ও বড়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের আকন্দ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আখলাস শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল ইসলাম উজ্জ্বল, ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সায়ফুল ইসলাম, ক্ষেতলাল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোস্তফা হাসান মো. এহতেসান, জামুহালী সিইউ বিএল আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল ইসলাম প্রমুখ।

এছাড়াও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক ও ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মু. মাহবুবর রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা ২০% বাড়িভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবি জানিয়ে আসছেন।

তারা আরও বলেন, এসব ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক-কর্মচারীদের ওপর রাজধানীতে হামলা করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

বক্তারা বলেন, যে শিক্ষক সমাজকে গড়ে তোলেন, সেই শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। আমরা দাবি করছি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

তারা আরও জানান, সরকার যদি দ্রুত দাবিগুলো মেনে না নেয়, তবে আন্দোলন আরও বিস্তৃত হবে এবং সারাদেশের শিক্ষক-কর্মচারীরা রাজপথে নামবেন।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক ও কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে শিক্ষক-কর্মচারীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা, হামলার বিচার, এবং জাতীয়করণের অগ্রগতি দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

গরম রোদেও হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা শিক্ষক-কর্মচারীরা বলেন, আমরা শ্রেণিকক্ষে ফিরতে চাই, তবে মর্যাদা ক্ষুণ্ণ করে নয়। সরকারের কাছে আমাদের দাবি আমাদের ন্যায্য প্রাপ্য দ্রুত বাস্তবায়ন করা হোক।

জয়পুরহাটে যাত্রীকে বেধড়ক পেটালেন রেলের বুকিং সহকারী

মামুনুর রশীদ পান্না, অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১:১৪ পূর্বাহ্ণ
জয়পুরহাটে যাত্রীকে বেধড়ক পেটালেন রেলের বুকিং সহকারী

জয়পুরহাট রেলওয়ে স্টেশনে আব্দুর রাজ্জাক আকন্দ নামে এক যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে হেড বুকিং সহকারী মনিরুল করিম মুনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহা ব্যবস্থাপকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই যাত্রী। আব্দুর রাজ্জাক আকন্দ জয়পুরহাট জেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে কর্মরত আছেন বলে জানা গেছে। এদিকে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রেল কর্তৃপক্ষ।

জানা গেছে, যাত্রী আব্দুর রাজ্জাক পাবনা যাওয়ার জন্য দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের টিকেট কাটতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনের কাউন্টারে যান। সেখানে তিনি লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করতে দুইশো টাকা দেন। কাউন্টার থেকে তাকে খুচরা টাকা দিতে বলা হয়। কিন্তু আব্দুর রাজ্জাক খুচরা টাকা দিতে পারেননি। তখন হেড বুকিং সহকারী মনিরুল করিম ওই যাত্রী খুচরা টাকা আনার তাগিদ দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনিরুল করিম কাউন্টার থেকে বাহিরে এসে যাত্রী আব্দুর রাজ্জাককে ধাক্কা মারেন এরপর দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এরপর মনিরুল করিম ওই যাত্রীকে টেনে-হেচড়ে স্টেশন মাস্টারের রুমে পরে কাউন্টার কক্ষের ভেতরে নিয়ে বিভিন্নভাবে কিল, ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে ওই যাত্রীর শার্ট ছিঁড়ে গেলে রেলওয়ের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা তাকে স্টেশন মাস্টারের রুমে নিয়ে আসেন। সেখানে মনিরুল করিম মুন ভুল স্বীকার করে ক্ষমা চান।

যাত্রী আব্দুর রাজ্জাক বলেন, স্টেশনে টিকিট কাটাকে কেন্দ্র করে স্টেশনের হেড বুকিং সহকারী মনিরুল করিম মুন আমাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে। তারা এক লাইনে টিকিট না দিয়ে এক লাইন থেকে আরেক লাইনে ঘুরাঘুরি করাচ্ছিল। কাউন্টারের ভেতর থেকে এসে আমাকে টেনে অফিসের ঘরে নিয়ে গিয়ে বিভিন্নভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। শার্টও ছিড়ে গেছে। পরে সাংবাদিকরা আসলে তিনি ভুল করেছেন বলে ক্ষমা চান। সে স্থানীয় হওয়ায় দাম্ভিকতার সাথে ক্ষমতায় দেখায় যে, সে মানুষকে মানুষই মনে করেনা। তদন্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।

 

ইদগড় ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন আশরাফুল হক আদনান।

অনলাইন ডেস্ক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
ইদগড় ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন আশরাফুল হক আদনান।

 

কক্সবাজারের ঈদগড় ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাত্রনেতা আশরাফুল হক আদনান। সম্প্রতি উপজেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ পদে আশরাফুল হক আদনানকে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল হক আদনান সংগঠনের প্রতি তাঁর দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি বলেন, “ছাত্রদলের আদর্শ ও নেতৃত্বের প্রতি অনুগত থেকে ঈদগড় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ছাত্রদলকে আরও সুসংগঠিত করবো।”

দলের অন্যান্য নেতৃবৃন্দ নবনিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

রামুর ঈদগড়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে ঈদগড় রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠিত।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ণ
রামুর ঈদগড়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে ঈদগড় রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠিত।

রামু প্রতিনিধি:

রামুর ঈদগড়ে বিভিন্ন জাতীয়, স্থানীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের চলমান দুইটি সংগঠণ সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক ও লেখক পরিষদ বিলুপ্ত ঘোষণা করে অবশেষে সাংবাদিকেরা সম্মিলিত ভাবে এক কাতারে এসে ঈদগড় রির্পোর্টাস ক্লাব গঠণ করা হয়েছে।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে ঈদগড় রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত কমিটিতে সাংবাদিক জহির খন্দকার (দৈনিক কক্সবাজার) কে সভাপতি, কামাল শিশির ( দৈনিক বাংলাদেশের খবর, দৈনিক সাঙ্গু,দৈনিক কক্সবাজার ৭১ ) কে সাধারন সম্পাদক ও হামিদুল হক (দৈনিক আজকেট দেশ বিদেশ)কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠণ করা হয়।

শনিবার (০১ নভেম্বর ) বেলা ১১টায় ঈদগড় সরকারী প্রাথমিক মিলনায়তনে এডহক কমিটির আহবায়ক ঈদগড় এ এম বিদ্যালয়ের সহকারী শিক্ষক ্ তোফাইল আহাম্মদের সভাপতিত্বে সাংবাদিক কামাল শিশিরের সঞ্চালনায় আয়োজিত এক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা মন্ডলির সদস্য হয়েছেন এম নুরুল আলম ফেরদৌসী, জাফর আলম জুয়েল ও মোঃ বেদার মিয়া

কার্যকরী কমিটিতে স্থান পাওয়া অন্যরা হলেন সহ-সভাপতি জাফর ইকবাল ,সহ-সভাপতি শাহাজাহান মনির,
যুগ্ম সম্পাদক আবুল কাশেম , সমাজকল্যাণ ও দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আলভি ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কপিল উদদীন বাবলু।

আলোচনা সভায় বক্তরা বলেন, আমরা সম্মিলিতভাবে মাদক, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে লড়তে চাই। আগামীতে সুন্দর একটা ঈদগড় উপহার দিতে ঈদগড় রিপোর্টার্স ক্লাব কাজ করে যাবো ইনশ্আল্লাহ।

আমরা আবার নতুন উদ্যোমে কাজ করে ঈদগড়ের উন্নয়ন, সম্ভবনা, ক্রীড়া সংস্কৃতি ও সর্বনাশা মাদক নিয়ে বস্তুনিষ্ট তথ্যবহুল সংবাদ পরিবেশন করে ঈদগড়ের চিত্র জনগণ ও প্রশাসনের সামনে তুলে ধরতে চাই।

নবগঠিত কমিটির সকলকে বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানানা।