
রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২ ওভারে ৭ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে অসাধারণ পারফরম্যান্স করেন অধিনায়ক লিটন দাস।
লিটনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ রানে ২ উইকেট পতনের পর তাওহিদ হৃদয়ের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৫ বলে ৬৯ আর পঞ্চম উইকেটে শামীম হোসেন পাটোয়ারির সঙ্গে ৩৯ বলে ৭৭ রানে জুটি গড়ে দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দেন লিটন।
লিটন দলের হয়ে ৫০ বল মোকাবেলা করে একটি চার আর ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৭৬ রান করে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন।
শ্রীলংকা ১২০ বলে ১৭৮ রানের টার্গেট তাড়ায় ১৫.২ ওভারে ৯৪ রানে অলআউট হয়। বাংলাদেশের ৮৩ রানের জয়ে ৩ উইকেট নেন রিশাদ হোসেন। দুটি করে উইকেট নেন দুই পেসার শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।