জুলাই সনদ সই হলো, সংশয় কি কাটলো? অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ । ৩:৪৪ পূর্বাহ্ণ

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন বিএনপি-জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই সনদকে ঐতিহাসিক অর্জন বলে মন্তব্য করেছেন তারা। যদিও জাতীয় নাগরিক পার্টি এবং বাম ঘরানার চারটি রাজনৈতিক দল এই আয়োজনে অংশ না নেওয়ায় বিষয়টি নানা আলোচনার জন্ম দিয়েছে।

বিভিন্ন দলের নেতাদের পাশাপাশি রাজনৈতিক সমঝোতার এই দলিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতীয়ঐকমত্য কমিশনের সদস্যরাও স্বাক্ষর করেছেন।

সনদ সাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বিবিসি বাংলাকে বলছেন, তিন দফা দাবি বাস্তবায়নে শেষ পর্যন্ত ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান তারা।

তবে, দাবি আদায় না হলে “জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক কর্মসূচি” পালনের কথাও জানান তিনি।

যদিও এ বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রকাশক : ফারুক হোসাইন, সম্পাদক: আনোয়ারুল হক শিকদার। কর্তৃক হোটেল টাইড ওয়াটার প্লট# ২৬ ব্লক# এ হোটেল মোটেল জোন কলাতলী কক্সবাজার থেকে প্রকাশিত  বিজ্ঞাপন : ০১৮১৮৫১৫২৮২ ই-মেইল :Editor@dailymuktirbani.com,Dailymuktirbani@gmail.com কপিরাইট © দৈনিক মুক্তির বাণী সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন