ছাত্রদল নেতা মোঃ সিয়াম চৌধুরীর উদ্যোগে, গরীব দুঃখীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ । ৬:৪৫ অপরাহ্ণ

সাম্য ও মানবিক দেশ বিনির্মাণের লক্ষ্যে দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে গরীব দুঃখীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয় ।
এসময় মান্দা উপজেলা ছাত্রদল নেতা মোঃ সিয়াম চৌধুরীর উদ্যোগে মৈনম ইউনিয়ন ছাত্রদল নেতা সাকিব সাদমান অন্তর এবং মৈনম ইউনিয়ন ছাত্রদলের উদীয়মান ছাত্রনেতা মোঃ তানভির ইসলাম

সহ গনেশপুর ইউনিয়ন ছাত্রদল নেতা রিফাত,সিফাত, কৌশিক, রাফি, রেজুয়ান,জীম, আহসান, বিশাল এর উপস্থিতিতে এ উপহার বিতরণ করা হয় ।

প্রকাশক : ফারুক হোসাইন, সম্পাদক: আনোয়ারুল হক শিকদার। কর্তৃক হোটেল টাইড ওয়াটার প্লট# ২৬ ব্লক# এ হোটেল মোটেল জোন কলাতলী কক্সবাজার থেকে প্রকাশিত  বিজ্ঞাপন : ০১৮১৮৫১৫২৮২ ই-মেইল :Editor@dailymuktirbani.com,Dailymuktirbani@gmail.com কপিরাইট © দৈনিক মুক্তির বাণী সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন