জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার বটতলী নামাপাড়া গ্রামের পীরপুকুর নামক একটি পুকুরে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি হঠাৎ পুকুরে ঝাঁপ দেন। কিছুক্ষণ পর তাকে আর দেখা না গেলে স্থানীয়রা চিৎকার শুরু করেন। এতে আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। পরে পুকুর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
পুকুরটির মালিক একই গ্রামের জহরুল ইসলাম (৪২) জানান, তিনি ঘটনাটি শুনে দ্রুত স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
ঘটনার পর এলাকাজুড়ে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। পুলিশ মরদেহটি হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ । ১১:৩৫ অপরাহ্ণ