জয়কে হত্যাচেষ্টা : শফিক রেহমান ও মাহমুদুর রহমানের ৭ বছরের জেল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ । ৯:০৯ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ ৫ জনকে পৃথক দুই ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। তাদের এক ধারায় ৫ বছর এবং আরেক ধারায় ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে তাদের আরও এক মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রকাশক : ফারুক হোসাইন, সম্পাদক: আনোয়ারুল হক শিকদার। কর্তৃক হোটেল টাইড ওয়াটার প্লট# ২৬ ব্লক# এ হোটেল মোটেল জোন কলাতলী কক্সবাজার থেকে প্রকাশিত  বিজ্ঞাপন : ০১৮১৮৫১৫২৮২ ই-মেইল :Editor@dailymuktirbani.com,Dailymuktirbani@gmail.com কপিরাইট © দৈনিক মুক্তির বাণী সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন