পলাতক স্বৈরাচারের দোসর ও স্বাধীনতা-বিরোধী উগ্র রাজনীতির ছায়া স্পষ্ট: এম এ হাসান সুমন
সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ধারাবাহিকভাবে ঘটতে থাকা অগ্নিসংযোগ, হামলা ও হত্যার ঘটনাগুলো কোনোভাবেই কাকতালীয় নয়—এগুলো দেশের বিরুদ্ধে পরিকল্পিত এক সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন জাতীয়তাবাদী প্রযুক্তি দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক এম এ হাসান সুমন।
তিনি বলেন,
> “পলাতক স্বৈরাচারের দোসর ও দেশের স্বাধীনতা-বিরোধী উগ্র রাজনীতি এবং অন্ধ প্রতিশোধপরায়ণ মানসিকতা এই ঘটনাগুলোর ছায়ায় স্পষ্ট দেখা যাচ্ছে। দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করতে একটি চক্র নাশকতামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে।”
সম্প্রতি
বিমানবন্দরের কার্গো ভিলেজ,
ইপিজেড এলাকার গুদাম ও কারখানায় আগুন,
মসজিদের ভেতরে দলীয় কার্যক্রম চালিয়ে সংঘর্ষ সৃষ্টি,
এবং ছাত্রদলের মেধাবী নেতৃত্বকে লক্ষ্য করে পরিকল্পিত হত্যা এই ধারাবাহিক ঘটনাগুলো এক সূত্রে গাঁথা এক ভয়ংকর রাজনৈতিক চক্রান্তের ইঙ্গিত দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
এম এ হাসান সুমন আরও বলেন,
> “দেশকে অস্থিতিশীল করা, বিএনপি ও ছাত্রদলের উদীয়মান নেতৃত্বকে ধ্বংস করা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই সাজানো আগুন ও রক্তের খেলা চালানো হচ্ছে।”
তিনি সকল দেশপ্রেমিক নাগরিককে এসব ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান এবং প্রশাসনের প্রতি আহ্বান জানান যারা এ ধরনের নাশকতার নেপথ্যে আছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।


আপনার মতামত লিখুন
Array