ক্ষেতলালে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পরিষ্কার হাত, নিরাপদ জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় ক্ষেতলাল উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালী ও প্রাথমিক স্কুলের ছোট ছোট শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য পরির্দশক হারুনুর রশিদ হাত ধোয়ার সঠিক পদ্ধতি শিখানোর মধ্যে দিয়ে দিবসটি পালিত করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা শিশু নিকেতন কেজি স্কুলের প্রধান শিক্ষক ও ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আজিজার রহমান, জামায়াত নেতা শয়ন মওলানা প্রমুখ।


আপনার মতামত লিখুন
Array